সব কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রেকর্ড মূল্য ৭০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংলিশ জায়ান্ট ম্যানসিটিতে যাচ্ছেন লিওনেল মেসি। প্রায় দুই দশক ধরে বার্সেলোনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মেসি। এই দীর্ঘ সময়ের মধ্যে দলের সব ধরনের সাফল্যে মেসির অবদান অনস্বীকার্য। তবে গত মৌসুমটা মোটেও সুখকর ছিলোনা মেসির জন্য। বায়ার্ন মিউনিখের সাথে বিধ্বস্ত হওয়ার পর বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেন মেসি।
ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলো জানায়, রেকর্ডমূল্য ৭০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন এই আর্জেন্টাইন।
ইউরোপিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বার্সেলোনা থেকে লিওনেল মেসিকে উড়িয়ে নিতে ৭০০ মিলিয়ন ইউরোতে চুক্তি বদ্ধ হয়েছে ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ। কিন্তু চুক্তি অনুযায়ী, ম্যানচেস্টার সিটি ও নিউ ইয়র্ক এফসিতে ধারাবাহিকভাবে খেলবেন মেসি।
আনন্দবাজার/টি এস পি