করোনাভাইরাসের সকল স্বাস্থবিধি নিষেধ মেনেই ডিসেম্বর মাস থেকে শুরু হতে যাচ্ছে ২০২০-২০২১ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ। লিগ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাফুফে ভবনে ১৩টি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভা শেষে এ কথা জানান তিনি।
বাফুফের সিনিয়র সহ-সভাপতি বলেন, ক্লাবগুলো স্বল্প সময়ের মধ্যে ভেন্যু কমিয়ে পেশাদার ফুটবল শেষ করতে চায়। এজন্যই এবারের লিগ সাত ভেন্যুর পরিবর্তে তিন ভেন্যুতে আয়োজন করা হতে পারে।
এছাড়াও গত মৌসুমে খেলোয়াড়রা যে ক্লাবে ছিলেন আসন্ন মৌসুমেও সে ক্লাবেই থাকবেন বলেও জানিয়েছেন বাফুফের এ কর্তা।
আনন্দবাজার/এম.কে