নাইজারে ভয়াবহ বন্যায় অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ জানায়, ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি উপচে দু’কূল প্লাবিত করা বন্যায় কয়েক হাজার ঘরাবাড়ি বিনষ্ট হয়েছে।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, নাইজারে বর্ষা মৌসুমে বন্যা একটি সাধারণ ঘটনা। এ সময় নদী ও জলধারাগুলো উপচে ঘরবাড়ি তলিয়ে যায় এবং ফসলের ব্যপক ক্ষতি হয় থাকে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়, আগস্টের প্রথমদিক থেকে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ২৬ হাজারেরও বেশি ঘরবাড়ি ধসে পড়ে ৩৭ জন নিহত হয়েছেন। আর ডুবে মারা গেছেন ১৪ জন।
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের তথ্যানুসারে, ২০২০ সালের প্রথমদিক পর্যন্ত আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশটির ২৯ লাখ মানুষ বছর বছর বন্যা, খরা, মহামারিজনিত বিভিন্ন রোগ, নিরাপত্তাহীনতা ও বাস্তুচ্যুত হয়ে মানবিক ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল থাকে।
আনন্দবাজার/এম.কে