ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রণব মুখার্জিকে চির বিদায়

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে চির বিদায় জানালো ভারতবাসী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিল্লির লোধি রোড শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

আজ দুপুরে প্রণব মুখার্জির মরদেহ নিয়ে আসা হয় লোধি রোডের শ্মশানে। এদিন সকাল থেকেই সাবেক রাষ্ট্রপতি মরদেহ রাখা ছিল দিল্লিতে তার ১০ রাজাজি মার্গের বাসভবনে।

এরপর সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স জেনারেল বিপিন রাওয়াত, আর্মি চিফ জেনারেল এমএম নারভানসহ বিশিষ্টজনেরা।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতে ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এসময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়াও আনুষ্ঠানিকভাবে কোনো বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন