ঢাকা | শনিবার
১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা সেরে ওঠা ব্রাজিল প্রেসিডেন্টের কিডনিতে পাথর

মহামারীর নভেল করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠা ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর এবার কিনডিতে পাথর ধরা পড়েছে। জানা গেছে, এটি অপসারণে চলতি মাসের যে কোনো সময় তাকে অস্ত্রোপচার করানো লাগতে পারে।

কিডনিতে পাথর ধরা পড়ার বিষয়টি সিএনএন ব্রাজিলকে জানিয়েছেন বোলসোনারো নিজেই। তিনি বলেন, আমি হালকা ব্যথা অনুভব করছিলাম। এর পর চেকআপে যাই আমি। কিন্তু এখন ভালো আছি। বয়সের কারণে এমনটি হতে পারে।

সিএনএন ব্রাজিলের খবরে বলা হয়, আলট্রাসাউন্ড টেস্ট করার পর চিকিৎসকরা জানান, বোলসোনারোর কিনডিতে পাথর রয়েছে এবং সেটি শিমের দানার চেয়ে কিছুটা বড়। ক্যাথেটার ছাড়াই এটি অপসারণ করা যাবে। এ বিষয়ে আর বিস্তারিত জানায়নি ব্রাজিল প্রেসিডেন্ট অফিস।

এর আগে, গত জুলাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৬৫ বছর বয়সী বোলসোনারো। এর পর দুই সপ্তাহ আইসোলেশনে থাকার পর সুস্থ হয়েই পুরোদমে কাজে যোগ দেন তিনি। তবে আক্রান্ত হওয়ার আগে করোনাভাইরাসকে পাত্তাই দেননি তিনি। এই ভাইরাসকে সাধারণ ফ্লু বলে মন্তব্য করে দিব্যি ঘুরে বেড়ান মাস্ক ছাড়াই। এ নিয়ে ব্যাপক সমালোচিত হয়েছলেন তিনি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন