ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফের ড্রোন হামলার কবলে সৌদি আরব

আবারও সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। গতকাল রোববার এই হামলা চালানো হয়েছে বলে আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে। তবে সৌদির দাবি, ড্রোনটি ধ্বংস করতে তারা সক্ষম হয়েছে।

জানা গেছে, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। তার বিরুদ্ধে প্রতিশোধ নিতেই বার বার সৌদিতে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানায়, আবহা বিমানবন্দরের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে এবং এর ধ্বংসাবশেষ বিমানবন্দরে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এর আগে, গত মাসে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনাবাহিনীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল কমপ্লেক্সে ড্রোন হামলা চালিয়েছিল।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন