ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গালওয়ান সংঘর্ষের পর চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছিল ভারত!

লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের সঙ্গে সংঘর্ষের পরেই ভারতীয় নৌসেনা বড় পদক্ষেপ নিয়েছিল। এমনটিই দাবি করছে দেশটির সরকারি সূত্র।

সরকারি সূত্রে জানা গেছে, গালওয়ান সংঘর্ষের পরেই দক্ষিণ চীন সাগরে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছিল ভারত। ওই সাগরের অধিকাংশ অংশই নিজেদের বলে দাবি করে চীন। সেখানে অন্য দেশের যুদ্ধজাহাজের উপস্থিতি নিয়েও আপত্তি রয়েছে তাদের। তবে মার্কিন নৌসেনা সেখানে বেশ কয়েকটি জাহাজ মোতায়েন রেখেছে।

ভারতের সরকারি সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় যুদ্ধজাহাজটি মার্কিন নৌসেনার সঙ্গে যোগাযোগ রাখছিল। এই কৌশলের ফলও মেলে। কূটনৈতিক স্তরে ওই জাহাজের উপস্থিতি নিয়ে আপত্তি জানায় চীন।

সরকারি সূত্র আরও জানা গেছে, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে মালাক্কা প্রণালী ও যে পথ দিয়ে চীনা নৌসেনার জাহাজ ভারত মহাসাগরে ঢোকে সেখানেও যুদ্ধজাহাজ পাঠানো হয়েছিল।

নৌসেনা সূত্র দাবি করে, মালাক্কা প্রণালীতে চীনা নৌসেনার উপরে নজরদারির জন্য শিগগির স্বয়ংক্রিয় ডুবোজাহাজ এবং বেশ কিছু সেন্সর মোতায়েন করবে দিল্লি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন