শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জনগণের দাবির প্রতি সম্মান প্রদর্শন করতে আমেরিকাকে চীনের আহবান

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া চলমান বিক্ষোভের কথা উল্লেখ করে দেশটির জনগণের দাবিদাওয়া মেনে নিতে যুক্তরাষ্ট্রকে আহবান জানিয়েছে চীন।

গতকাল রোববার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি এ আহবান জানিয়েছেন।

তিনি বলেন, আমেরিকার সকল নাগরিকের সম অধিকার এবং উন্নত জীবন ও জীবিকা ভোগ করার অধিকার রয়েছে।

রাজনীতি না করে আমেকিরার জনগণের জীবনমান উন্নয়নের জন কাজ করার জন্যও মার্কিন কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন হুয়া চুনিং।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ছয়শ’ গাড়ির একটি বহর নিয়ে শহরে ঢোকার পর বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বর্ণবাদবিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের কর্মীদের পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচি চলাকালেই সেখানে গাড়ি বহর নিয়ে হাজির হয় ট্রাম্প সমর্থকেরা। যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে ট্রাম্প সমর্থকদের সঙ্গে বর্ণবাদবিরোধীদের সংঘর্ষের সময় গুলিতে একজন নিহত হয়েছে।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  ভারতকে ‘বড় বেইজ্জতি’র হুঁশিয়ারি দিলো চীন

সংবাদটি শেয়ার করুন