ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বামীর নামে পাসপোর্ট করে প্রেমিক নিয়ে অস্ট্রেলিয়া ভ্রমণ

ভারতের উত্তর প্রদেশের পিলভিট জেলার এক নারী স্বামীর নামে পাসপোর্ট করে প্রেমিককে নিয়ে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে বিদেশে আটকে পড়ায় ফাঁস হয়ে যায় ওই নারী দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওই নারী ভারতের উত্তর প্রদেশের পিলভিট জেলার বাসিন্দা। তার স্বামী কাজের সুবাদে গত ২০ বছর ধরে মুম্বাইয়ে থাকেন। এই সুযোগে এলাকার যুবক সন্দীপ সিংয়ের সাথে সম্পর্ক গড়ে ওঠে তার। জানা গেছে, স্বামী যখন বাড়িতে আসতেন, সেই সময় ছাড়া বাকি সময় নারীর বাড়িতেই থাকতেন সন্দীপ।

গেল জানুয়ারি মাসে স্বামীর নামে পাসপোর্ট তৈরি করান ওই নারী। আর সেই পাসপোর্টেই প্রেমিককে নিয়ে ভ্রমণে যান অস্ট্রেলিয়ায়। এরপর করোনায় অস্ট্রেলিয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হলে প্রেমিকসহ সেখানেই আটকে পড়েন ওই নারী।

এদিকে লকডাউনের কারণে বাড়িতে ফিরে আসেন তার স্বামী। এসে দেখেন বাড়ি খালি। খোঁজ নিয়ে জানতে পারেন  সন্দীপের সাথে বিদেশ ভ্রমণে গেছেন। এরপর স্বামী নিজে পাসপোর্ট করার জন্য স্থানীয় পাসপোর্ট অফিসে গিয়ে জানতে পারেন যে, তার নামে গত জানুয়ারিতে পাসপোর্ট ইস্যু করা হয়েছিল।

জানা যায়, গত ২৪ আগস্ট প্রেমিককে সাথে নিয়ে বিদেশ থেকে ফিরেছেন ওই নারী। এরপরই স্ত্রীর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন তার স্বামী।  যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় পুলিশ।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন