ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও ব্যাংককে দৈনিক ফ্লাইট চালু করছে এমিরেটস

চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে আবারও ব্যাংককে দৈনিক ফ্লাইট চালু করছে এমিরেটস এয়ারলাইন। এতে এয়ারলাইনটির বৈশ্বিক নেটওয়ার্কে গন্তব্যের সংখ্যা হবে ৭৮টি, যার মাঝে ১৫টি দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়ায়।

শনিবার (২৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এমিরেটস এয়ারলাইন এ তথ্য জানিয়েছে।

ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ইআর, যাতে থাকবে প্রথম, বিজনেস ও ইকোনমি শ্রেণির কেবিন। emirates.com ওয়েবসাইট বা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট ক্রয় করা যাবে।

প্রিমিয়াম গ্রাহকদের জন্য অন-গ্রাউন্ট সেবা চালুর কারণে প্রথম ও বিজনেস শ্রেণির যাত্রীরা প্রাইভেটকারে ব্যাংকক ও দুবাইয়ে ট্রান্সফার সেবা এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে লাউঞ্জ সেবা পাবেন।

দুবাই উন্মুক্ত হওয়ার কারণে আগ্রহীরা ব্যবসায়িক, পর্যটন বা অন্যান্য প্রয়োজনে এখন শহরটিতে ভ্রমণ করতে পারেন। দুবাই আগমনকারী বা দুবাইয়ে ট্রানজিটকারী সকল যাত্রীর জন্য কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক।

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এমিরেটসে ভ্রমণকারী কোনো যাত্রী করোনায় আক্রান্ত হলে এয়ারলাইনের পক্ষ থেকে চিকিৎসার ব্যয় বহন করা হবে।
এমিরেটস বর্তমানে ঢাকা থেকে ৭টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশ থেকে ভ্রমণকারী এমিরেটস যাত্রীরা ভায়া দুবাই এয়ারলাইনটি বৈশ্বিক নেটওয়ার্কে অন্তর্ভুক্ত বিভিন্ন নগরীতে সুবিধা পাচ্ছেন।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন