এইচআইভি এমন এক ধরনের ভাইরাস, যা ক্রমেই রোগীকে মৃত্যুর পথে নিয়ে যায়। করোনাভাইরাসের মতো এইচআইভিও আরএনএ ভাইরাস। যা শরীরে প্রবেশ করার পর ক্ষণে ক্ষণে তার রূপ বদল করে। কিন্তু সেই ভাইরাসে আক্রান্ত হয়েই বিনা ওষুধে নির্মূল হল। এক নারী। এ তথ্য প্রকাশ করেছে, প্রখ্যাত চিকিৎসা সাময়িকী ন্যাচার জার্নাল।
জানা গেছে, ওই ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোনিয়ায় ঘটেছে। এর আগে ১৯৯২ সালে এইডসে আক্রান্ত হন লরিন উইলেনবাগ (৬৬)। তারপর থেকে গত ৩০ বছর ধরে মাঝেমধ্যেই পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য হাসপাতালে যেতেন। তবে কোনো ওষুধ খেতে চাইতেন না তিনি। তখন থেকে ব্যতিক্রমী এ রোগীকে নিয়মিত পর্যবেক্ষণে রেখেছেন র্যাগন ইন্সটিটিউট, এমআইটি অ্যান্ড হার্ভার্ডের গবেষকরা।
অবশেষে সবাইকে অবাক করে দিয়ে কোনো ওষুধ ছাড়াই এইচআইভি মুক্ত হলেন তিনি। গতকাল বুধবার গবেষকরা এমনটাই জানিয়েছেন।
জানা গেছে, ৬৩ জনের ওপর এখন গবেষণা চলছে। যাদের দেহে এইচআইভি সংক্রমণ অনেকটাই রুখেছে তাদের দেহ।
পরীক্ষা থেকে এটা স্পষ্ট হয়েছে, ওইসব এইচআইভি রোগীদের দেহে নিজে থেকেই এইচআইভি ভাইরাস প্রতিরোধী ক্ষমতা গড়ে উঠেছে। যা গবেষণায় এক নতুনমাত্রা যোগ করেছে।
আনন্দবাজার/টি এস পি