চলতি বছর শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের ভ্যাকসিন বের করে ফেলবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের কনভেনশনের শেষে হোয়াইট হাউসে এমন ঘোষণা দেন তিনি।
ট্রাম্প বলেন, করোনা ভাইরাস এক নতুন এবং শক্তিশালী শত্রু। তবে মার্কিনিরা সাহসের সাথে তার মোকাবিলা করছে। জীবনদায়ী চিকিৎসা জারি আছে। এবং এ বছরের শেষ নাগাদ বা হয়তো তার আগে এই রোগের ভ্যাকসিন তৈরি করে ফেলবে আমেরিকা। তিনটি ভ্যাকসিনের আপাতত চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চলছে, যা হাতে এলেই করোনাভাইরাসকে গুঁড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র।
এর আগে নভেম্বরে নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচনের আগেই যাতে ভ্যাকসিন তৈরি হয়ে যায়, তার জন্য ট্রাম্প চাপ দিচ্ছেন বলে শোনা গিয়েছিল। সেটা যেনো তার নির্বাচনী প্রচারের একটা হাতিয়ার হয়ে উঠতে পারে।
তবে সেই চাপের মুখে একাধিক সরকারি কর্মকর্তাই বেঁকে বসেছিলেন। প্রয়োজনীয় পরীক্ষা না করে করোনা ভ্যাকসিন দ্রুত বাজারে আনা হলে তার দায় তারা নেবেন না বলে জানিয়েছিলেন। আর এমন হলে পদত্যাগ করবেন, এমন ঘোষণা প্রকাশ্যেই করে বসেন তারা। সেজন্য ধীরে নীতি নেওয়াই ঠিক বলে মনে করেছেন ট্রাম্প।
আনন্দবাজার/টি এস পি