ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে’

করোনার এই ভয়াল থাবায় দিন যতই যাচ্ছে, ততই পরিবেশের উন্নতি হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম নির্দেশে মনোহরগঞ্জে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসৃচি উদ্ভোদন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য লায়ন মহসিন খান স্বপ্ন।

তিনি (মঙ্গলবার ২৭ আগষ্ট ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ ২০২০) উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি বৃক্ষের চারা রোপণের অংশ হিসেবে মনোহরগঞ্জ মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপণ শেষে এ কথা বলেন।

লায়ন মহসিন খান স্বপ্ন জানান, বৃক্ষ প্রকৃতির একটি শ্রেষ্ঠ উপহার এবং পরিবেশ ও জীবজগতের পরম বন্ধু। সৃষ্টির শুরু থেকেই মানুষ ও অন্যান্য প্রাণী বৃক্ষের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল।

এসময়, দেশের সকল মানুষকে বিভিন্ন জাতের বৃক্ষের চারা রোপণ করে একটি সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ার আহ্বান।

আনন্দবাজার/শাহী/শাওন

সংবাদটি শেয়ার করুন