ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে বিভাগীয় কমিশনারের দিনব্যাপি পরিদর্শন কর্মসূচি

ঝালকাঠিতে বরিশাল বিভাগের বিভাগীয়া কমিশনার  ড. অমিতাভ সরকার বৃহস্পতিবার দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
তিনি বিকেল ৪টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ পরিদর্শণ করেছেন। এ সময় তার সাথে জেলা প্রশাসক মোঃ জোহর আলীসহ প্রশাসন স্তরের শীর্ষ কর্মর্তারা সাথে ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজি আক্তার তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এর পরে সদর উপজেলার ভূমি অফিস পরিদর্শন করেন এবং সবশেষ জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে করোনা পরিস্থিতি পর্যালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন। ঝালকাঠির জেলা প্রশাসক সভাপতিত্ব করেন।
এর পূর্বে বিভাগীয় কমিশনার ঝালকাঠি পৌরসভা, গাবখান ধানসিড়ি ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন শেষে একই উপজেলার বৈদারাপুর গ্রামের আমার বাড়ি আমার খামার প্রকল্প পরিদর্শন ও একই ইউনিয়নের গাবখান ধানসিড়ি আশ্রয়ন প্রকল্প পরিদর্শণ করেন।
আনন্দবাজার/শাহী/বাঁধন

সংবাদটি শেয়ার করুন