ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কাশিমপুর থানাধীন জরুন এলাকায় বৃহস্পতিবার ২৭ আগষ্ট দুপুরে মুকুল মিয়া (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। সে ওই এলাকার সোহেল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তার পিতার নাম নুরু ইসলাম মাতা মর্জিনা খাতুন সাং তারা ভিটা থানা জামালপুর জেলা জামালপুর।
নিহত যুবক স্থানীয় ইসলাম গার্মেন্টসে আয়রন ম্যান হিসেবে চাকরি করতো।

পারিবারিক সূত্রে জানাযায়, গত মঙ্গলবার মোবাইল চুরির সূত্র ধরে নিহত মুকুল মিয়াকে বাড়ির মালিক সোহেল মিয়া এবং মনির নামে একজন ব্যক্তি মারধোর করে এবং ঘরের ভিতরে বন্দী করে রাখে। নিহতের বাবার দাবি ছেলেকে মেরে ঘরের সিলিং এর সাথে ঝুলিয়ে রাখে বাড়ির মালিক সোহেল এবং মনির।
নিহতের ছোট ভাই বলেন, আমার ভাইয়ের বাসায় আজ দুপুরে গিয়ে প্রথমে দেখি ঘরের দরজায় বাহির থেকে তালা দেওয়া। পড়ে অন্য রুমে ভাড়াটিয়া মহিলা এসে দরজার তালা খুলে দেয়। দরজা খোলার পর দেখতে পাই আমার ভাই ঘরের সিলিং এর সাথে ঝুলে আছে। বাড়ির মালিক সোহেল মিয়া এবং মনির হোসেন পলাতক রয়েছে।

কাশিপুর থানার ওসি জানান, আমরা লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল এ পাঠাচ্ছি, পোস্টমর্টেম রিপোর্ট পেলে বুঝা যাবে হত্যা নাকি আত্মহত্যা। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আনন্দবাজার/শাহী/মিলন

সংবাদটি শেয়ার করুন