ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হারানো ছেলেকে ফিরে পেল ২৪ বছর অপেক্ষায় থাকা দুঃখিনী মা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ২৪ বছর পর সিরাজ হাওলাদার (৩০) কে ফিরে পেয়েছে তার মা কুলসুম বেগম। গত ২৫শে আগষ্ট মঙ্গলবার বেসরকারি সময় টেলিভিশনের এক সংবাদ প্রচার হওয়ার মাধ্যমে খোঁজ মিলে সিরাজ হাওলাদারের। সিরাজের সাথে তার পরিবারের প্রমানে পুরোটাই মিল পাওয়া যায়। তারা ২ ভাই ও এক বোন মা বাবাকে নিয়ে থাকতো বলে জানিয়েছে সে।

ঢাকার গাজিপুরের থেকে খালাতো বোন টেলিভিশনে খবরটি দেখতে পেয়ে তার মামা আজিজ মৃধার কাছে জানালে তাৎক্ষনিক সে সময় টেলিভিশনের অফিসে যায়। সেখান থেকে তথ্য নিয়ে ঢাকা কেরানীগঞ্জের কামরাঙ্গির চর এলাকার এক পুরাতন ভাংগারি মালের দোকানে পান সিরাজ হাওলাদারকে। পরে বুধবার সন্ধা ৮টার দিকে তাকে সেখান থেকে তার মামা আজিজ মৃধা তার গ্রামের বাড়ি ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে ৯নং ওয়ার্ডে নিয়ে আসে। সে মহিষকান্দি গ্রামের বাসিন্দা মোস্তফা হাওলাদারের ছেলে সিরাজ হাওলাদার।

পরিবার সূত্রে জানা যায়, তখন ১৯৯৬ সাল,সিরাজের ৬ বছর বয়স চলছিলো। ২৪ বছর আগে সিরাজকে নিয়ে তার মামা আজিজ মৃধা ঢাকায় যান বেড়াতে। পরেরদিন ঢাকায় বাহিরে বের হলে সে অনত্র হারিয়ে যায় ছোট্ট সিরাজ। পরে অনেক মাইকিং করে এবং নানা প্রাচরেও পাওয়া যায়নি সিরাজকে। একটা সময় তার মা কুলসুম আক্তার ছেলে হারানোর দুঃক্ষ নিয়ে জিবন কাটাচ্ছিলেন।

সিরাজের মা কুলসুম জানলেন, দীর্ঘ ২৪ বছর পর ছেলে হারা মা কুলসুমের বুকটা ভরে গেলো। আমি আমার সন্তানকে পেয়ে আজ আমি খুব আনন্দিত। সন্তানকে নয় আকাশের চাঁদ পেলাম। আল­ার কাছে শুকরিয়া।

এলাকার সালাউদ্দিন মাওলানা দালাল বলেন, মোস্তফা হাওলাদারের ছেলে সিরাজ আজ ২৪ বছর পর আমাদের কাছে ফিরে আসছে আমাদের ভালো লাগছে। তার মাও অনেক খুশি। বাকি জিবন টা যেন সিরাজ ভালো ভাবে কাটাতে পারে।

সিরাজ হাওলাদার বলেন, আমি হারিয়ে যাওয়ার পরে অনেক কষ্ট করেছি। ভাংগা লোহা ও পুরাতন মালের দোকানে কাজ করে ২৪ টা বছর কাটিয়েছি। এখন অনেক দিন পরে আমার মাকে ফিরে পেয়ে অনেক ভালো লাগতাছে। আমারা যেন ভাই বোনকে নিয়ে ভালোভাবে থাকতে পারি দোয়া করবেন সবাই।

আনন্দবাজার/শাহী/ফারুক

সংবাদটি শেয়ার করুন