সূচকের উত্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলছে লেনদেন। দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) লেনদেন শুরুর আধা ঘণ্টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরীয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৩০ ও ১৬৮৩ পয়েন্টে রয়েছে। এসময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৪১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ৭১টির। এছাড়া অপরিবর্তিত রয়েছে ৭৬টি কম্পানির শেয়ার।
লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ২৮ পয়েন্ট। এরপর ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ২ পয়েন্ট বাড়ে। এরপর সূচকের গতি কিছুটা নিম্নমুখী দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪৭ পয়েন্টে অবস্থান করে।
এদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ২০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৪৭ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এইসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে দুই কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে ২৫টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ১০টি কম্পানির দর এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কম্পানির শেয়ারের দর।
আনন্দবাজার/ডব্লিউ এস




