ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় ভূমি সেবা সহজিকরণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

ভূমি সেবা সহজিকরণের লক্ষ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সংক্রান্ত পরামর্শ, অভিযোগ ও সেবা বিষয়ক “গণশুনানি” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে আয়েজিত গণশুনানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ধোধন করেন অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আশরাফুল আফসার।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী সরাসরি সেবা গ্রহীতাদের কাছ থেকে ভূমি সংক্রান্ত বিষয়ে মতামত, অভিযোগ ও পরামর্শ শুনেন।

সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন- ‘ভূমি সেবায় হয়রানি কমাতে উপজেলা ভূমি অফিস থেকে ইউনিয়ন ভূমি অফিস পর্যন্ত দুর্নীতিমুক্ত ঘোষণা করা হয়েছে। আপনারাও সহযোগিতা করুন।’

তিনি আরো বলেন প্রতি বুধবার সকাল ১০ টায় কুতুবদিয়া উপজেলা ভূমি অফিসে গণশুনানি অনুষ্ঠিত হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা রিদোয়ান মোস্তফা, সার্ভেয়ার কমল কান্তি দে, অফিস সহকারী মোক্তার আহমদসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শাহী/শাহজীদ

সংবাদটি শেয়ার করুন