প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা দেশের একটি মানুষও গৃহহীন না রাখার তা বায়স্তবায়নে লক্ষ্যে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নে আবাসন প্রকল্পের গৃহহীনদের জন্য ঘর নির্মান করা হয়েছে।
মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আবাসনে ঘর প্রাপ্তিদের আবেদন পত্র যাচাই বাচাই করা হয়েছে। আবাসন প্রকল্পের বাস্থবায়ন কমিটির সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতার, সদস্যসচিব সহকারী কমিশনার (ভুমি) মোঃ জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ মোবারক হোসেন মল্লিক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান পলাশ, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জিয়া।
আশ্রয়হীন দারিদ্র মানুষের ভূমিসহ আবাসন ৪৫টি ঘর প্রস্তুত করা হয়েছে। বাসন্ডা ইউনিয়নে ৪৬ জন আশ্রয়হীন দারিদ্র পরিবার ঘর পাবার জন্য আবেদন করেছেন। যাচাই বাচাই করে প্রকৃত ভূমিহীনদের মাঝে ঘরদেয়া হবে।
আনন্দবাজার/শাহী/বাঁধন