ঢাকা | মঙ্গলবার
৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সুশান্তের মৃত্যুতে মহেশকে হয়রানি, মামলা করবে পরিবার

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে গত জুনে মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সম্প্রতি সুশান্তের অস্বাভাবিক ভাবে মারা যাওয়ার ব্যাপারে সিবিআই-কে তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এরপরই এই ঘটনায় নতুন করে জেরা করা হচ্ছে সন্দেহভাজন সবাইকে।

অপরদিকে সুশান্তের মৃত্যুর পর থেকেই অকারণে পরিচালক এবং প্রযোজক মহেশ ভাটের নাম কেন জড়ানো হচ্ছে, এবার সেই অভিযোগ করেই আইনি পদক্ষেপ নিতে চলেছেন তার পরিবারের সদস্যরা।

জানা গেছে, সুশান্ত সিং রাজপুতের জিমের বন্ধু সুনীল শুক্লর বিরুদ্ধে মামলার পদক্ষেপ নিচ্ছেন তারা। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সুনীল দাবি করেন, রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিত চক্রবর্তী এবং মহেশ ভাট দুজনে পরিকল্পিতভাবে সুশান্তকে খুনের ষড়যন্ত্র করছেন। সুনীল শুক্লর ওই দাবির পরই জোর শোরগোল শুরু হয়ে যায়। এরপরই ভাট পরিবারের সদস্যরা সুনীল শুক্লর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলে জানান তারা।

ইতোমধ্যে কোনো রকম তথ্য প্রমাণ ছাড়া মহেশ ভাটের বিরুদ্ধে কেন এই ধরনের অভিযোগ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন পরিচালকের দুই মেয়ে পূজা ভাট এবং আলিয়া ভাট। শুধু তাই নয়, শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে কেন মহেশ ভাটের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন আলিয়া।

এদিকে, চলতি সপ্তাহে ডিআরডিওর গেস্ট হাউসে ডেকে সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি, পাচক নীরজ সিংহ এবং পরিচারক দীপেশ সবন্তকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা। প্রায় ৫ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। তারপর ওইদিন বেলা ৩ টার দিকে ওই তিনজনকে সাথে নিয়ে সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে যায় সিবিআইয়ের তদন্ত দলটি।

তাদের সাথে ফরেনসিক বিশেষজ্ঞ এবং মুম্বাই পুলিশের যেসব অফিসার এতদিন তদন্ত করেছেন, তারাও ছিলেন। ১৪ জুন যখন বান্দ্রার ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়, তখন ওই তিনজনই সেই ফ্ল্যাটে ছিলেন। এর আগে গত শুক্রবার নীরজ এবং সিদ্ধার্থকে এক দফা জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআইয়ের গোয়েন্দারা।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন