ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মাটি খুড়ে পাওয়া গেল কলসভর্তি স্বর্ণমুদ্রা

ইসরায়েলে মাটি খুড়ে ইসলামি স্বর্ণযুগ হিসেবে পরিচিত আব্বাসীয় খিলাফতের বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রার সন্ধান পাওয়া গেছে। ইসরাইলের ইয়াভনে শহরের কাছে খননকাজ চালানোর সময় স্বর্ণের মুদ্রা ভর্তি ওই কলসটি পাওয়া যায়। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে দেশটির প্রত্নতাত্ত্বিকরা।

ইসরাইলের অ্যান্টিকস অথরিটি’র দুই প্রত্নতত্ত্ববিদ লিয়াত নাদাভ-জিভ এবং এলিয়ে হাদাদ এক যৌথ বিবৃতিতে জানান, মোট ৪২৫টি ‘অত্যন্ত দুর্লভ’ প্রাচীন স্বর্ণমুদ্রা পেয়েছেন তারা। প্রতিটি মুদ্রা খাঁটি সোনা দিয়ে তৈরি। এর মধ্যে অধিকাংশ ১১০০ বছর পুরনো আব্বাসীয় আমলের।

উদ্ধার হওয়া সম্পদের মধ্যে ছোট আকারের স্বর্ণমুদ্রার অনেক টুকরা পাওয়া গেছে বলে জানা গেছে। ইসরাইলি বিশেষজ্ঞদের অভিমত, ওই আমলে এগুলো স্বল্প মূল্যের মুদ্রা ছিল।

জানা যায়, নবম শতাব্দীর শেষ সময়টা ছিল আব্বাসীয় খিলাফতে স্বর্ণযুগ। সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার ঘটেছিল ওই সময়ে। এ থেকে প্রমান পাওয়া যায়, ইসরাইলের জবর-দখল করা ফিলিস্তিনিদের এই ভূমি আসলেই মুসলমানদের ছিল।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন