রাজশাহী বহরমপুর এলাকায় মুক্তিযোদ্ধা পরিচয় দানকারী শাহাজামাল বাড়ি ভাঙ্গতে গিয়ে জোর করে তার বাড়ি সংলগ্ন পিছনে মোশারফ ও জয়নালনের বাড়ির কিছু অংশ ও প্রাচীর জোর করে ভেঙ্গে ফেলার অভিযোগ এসেছে।
এ বিষয়ে ভুক্তভুগী মোশারফ ও জয়নালনের অভিযোগ করে তারা বলেন, আমরা বাঁধা দিতে গেলে শাহাজামাল ও তার ছেলেরা মুক্তিযোদ্ধা পরিচয় দেয় এবং মারমুখী আচরণ করেন ও লোকজন নিয়ে ভয়ভীতি দেখায়। সরেজমিনে গেলে এলাকার ব্যাবসায়ী নবী বলেন, আমি এখানে ত্রিশ বছর ধরে মুদি দোকান করছি তারও প্রায় ২০ বছর আগে থেকে বাড়ি ও বাড়ির প্রাচীর দেখে আসছি। এই শাহাজামাল অবৈধ্য ভাবে প্রভাব খাটিয়ে গরীব মানুষের বাড়ি ভেঙ্গে ফেলেছে এর সুষ্ঠ বিচার প্রশাসনের কাছে দাবি করছি।
এ বিষয়ে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব কামাল হোসেন ঘটনাস্থলে বলেন, আমি উভয় পক্ষকে ডেকে জমি মেপে লিখিতভাবে মিমাংসা করে দিই তাতে উভয় পক্ষের স্বাক্ষর আছে। কিন্তু শাহাজামাল অন্যের বাড়ি অন্যায় ভাবে দখলের চেষ্টা করে। এতে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। আইন শৃঙ্খলা বাহিনী এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনে।
এসব অভিযোগ বিষয়ে শাহাজামানের ছেলে নয়ন বলেন,উভয় পক্ষকে নিয়ে প্রসাশনের মধ্যেমে মিমাংসার চেষ্টা চলছে। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো ভিত্তিহীন মিথ্যা।
রাজপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন বলেন, যাদের বাড়ি ভেঙ্গেছে তাদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য এসআই শরীফুল ইসলামকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
আনন্দবাজার/শাহী/শামসুল