ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অনলাইন নারী উদ্যোক্তাদের ব্যবসা বাড়াতে জয়িতার উদ্যোগ

করোনায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে জয়িতা ফাউন্ডেশন।  তাঁদের ব্যবসা ই-কমার্সের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণের এই উদ্যোগ নিয়েছে ফাউন্ডেশনটি।

এই লক্ষ্যে জয়িতা ফাউন্ডেশন ও জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পের যৌথ উদ্যোগে ইউএনডিপি ও এটুআই-এর সহায়তায় জয়িতা নারী উদ্যোক্তাদের অনলাইন ব্যবসায় দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এই জন্য গত ১৮ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত রাপা প্লাজার পঞ্চম তলায় কর্মশালা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্টরা জানান, স্বাস্থ্যবিধি মেনে ওই কর্মশালায় সারা দেশ থেকে ৪০ জন জয়িতা নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পের পরিচালক আব্দুর রউফ (অতিরিক্ত সচিব), জয়িতা ফাউন্ডেশনের পরিচালক জনাব নিপুল কান্তি বালা, ইউএনডিপি’র সারাজিতা এবং এটুআই-এর রেজওয়ানুল হক জামি প্রমুখ।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন