ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পূর্ব শত্রতার জের ধরে সঙ্গবদ্ধভাবে বাড়িতে প্রবেশ করে বেধড়ক মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত ১৮ আগস্ট মঙ্গলবার উপজেলার আরাজি চন্দনচহট ( মালিবস্তি) গ্রামের সামসুউদ্দিনের ছেলে নিম্নবিত্ত কৃষক মাহামুদুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগি মাহামুদুল গত ১৯ আগস্ট বাদী হয়ে রাণীশংকৈল থানায় ১২ জনের নামে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা গেছে গত ৯ আগস্ট রবিবার রাত ১০ টার দিকে মাহামুদুল বোনের বাড়িতে যাওয়ার পথে কাশিপুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক ফজলুল রহমান তাকে মুঠোফোনে পাশ্ববর্তী মহারাজা বাজারে ডেকে নেয়।সেখানে সে তার লোকজনসহ মাহামুদুলকে বেধড়ক মারপিট করে এবং তার কাছে থাকা ১ লক্ষ ৫৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। ঐ রাতেই অসুস্থ মাহামুদুলকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করান।
গত ১২ আগস্ট মাহমুদুল হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে ঐদিনেই জেলা আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং সি আর ১০৯। এই মামলার জের ধরে গত ১৮ আগস্ট ফজলুর রহমান তাঁর দলবল লাঠিসোটা নিয়ে মাহামুদুলের বাড়িতে চড়াও হয়। হামলাকারীরা তার পরিবারের লোকজনকে বেধড়ক মারপিট করে ও ১লক্ষ ২৫ হাজার টাকা, স্বর্ণালংকার, ৩ টি গরু, ৩ টি ছাগল, আসবাপত্র ও অন্যান্য মালামাল নিয়ে যায়। ঐ রাতেই মাহামুদুল থানায় খবর দিলে পুলিশ গিয়ে ফজলুর বাড়ি থেকে কিছু মালামাল উদ্ধার করে।
পরদিন ১৯ আগস্ট বুধবার এ ঘটনায় মাহামুদুল থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ ব্যপারে থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত অব্যাহত আছে। তিনি আরো বলেন, ইতোমধ্যে স্থানীয় নেতারা বিষয়টির আপোষ মিমাংসা করবেন বলে আমাকে জানিয়েছেন।
এ দিকে বিবাদী পক্ষের হুমকিতে গত ৯ আগস্ট থেকে এখন পর্যন্ত মাহামুদুল বাড়িতে ফিরতে পারছেন না।
আনন্দবাজার/শাহী/কবির