আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলের দুইটি গ্রামে জঙ্গিদের হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী এবং একজন গ্রাম প্রধান এ তথ্য নিশ্চত করেছে। গ্রাম প্রধান চুই মুকালানগিরওয়া বলেছেন, জঙ্গিরা প্রথমে গ্রামের কয়েকজনকে বেঁধে ফেলেন। এরপর তাদের হত্যা করেন।
তিনি বলেন, আমরা কর্তৃপক্ষের নিকট করজোড়ে এই রক্তস্নান বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছি। ইতোমধ্যে সেনা সদস্যরা মৃতদেহগুলোর সৎকারে স্থানীয়দের সহায়তা করেছে। এছাড়াও ওই এলাকায় আরও সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর এক মুখপাত্র।
ধারণা করা হচ্ছে, পূর্বে কিনজিকি-মাতিবা এবং উইকেনো গ্রামে স্থানীয় সময় শুক্রবার বিকালে উগান্ডা ভিত্তিক স্বশস্ত্র জঙ্গিদল দ্য অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স (এডিএফ) ওই হামলা চালিয়েছে। এডিএফ প্রায় তিন দশক ধরে উগান্ডা সীমান্তবর্তী নর্থ কিভু প্রদেশের ঘন জঙ্গল থেকে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে।
জাতিসংঘের তথ্যানুসারে, ২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত এডিএফ এক হাজারের বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে।
আনন্দবাজার/এম.কে