করোনাভাইরাস মহামারি থেকে বিশ্বের মুক্তি পেতে আরও দুই বছর সময় লাগবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস। গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থার এ কথা জানান তিনি।
তিনি বলেন, দু’বছরের মধ্যে করোনা অতিমারী থেকে মুক্তি পাবে বিশ্ব। বিশ্ব থেকে স্প্যানিশ ফ্লু বিদায় নিতে যা সময় লেগেছিল, তার থেকেও কম সময়ে করোনাভাইরাস।
তিনি আরও বলেন, বর্তমান গ্লোবালাইজেশনের একটা খারাপ দিক রয়েছে, যার জন্য অতি দ্রুত বিদ্যুৎ গতিতে করোনাভাইরাস সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। আবার বর্তমানে একটা ভাল দিকও রয়েছে আর তা হল উন্নত প্রযুক্তি। ভ্যাকসিনসহ একাধিক উপায়ে ব্যবহার করে স্প্যানিশ ফ্লু এর থেকেও কম সময়ের মধ্যে আমরা করোনা থেকে মুক্তি পাবো।
এখন পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখের বেশি মানুষের। এবং আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩১ লাখের বেশি মানুষ।
আনন্দবাজার/টি এস পি

