ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় চাউল ভর্তি ট্রাক পুকুরে

পাইকগাছায় চাউল ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েছে। চালক ও হেলপার অক্ষত রয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার গজালিয়া গ্রামের মধ্য পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

চালক রিপন স্থানীয় বাশারুল জানিয়েছ, সিলেট থেকে ৪শ বস্থা চাউল নিয়ে ট্রাকটি আশাশুনির থানার আটরা গ্রমের লুৎফর রহমানের অড়তে যাচ্ছিলো। পথ ভুলে আশাশুনির দিকে না যেয়ে পাইকগাছা পথে কয়রার দিকে চলে যায়। গজালিয়ায় যাওয়ার পর চালক জানতে পারেন সে পথ ভুলে অন্য পথে চলে আসছে। গাড়ী ফিরিয়ে আবার পাইকগাছা হয়ে গন্তব্যে যাচ্ছিল।

এ সময় বিপরীতা দিক থেকে আসা একটি বাঁশের ট্রাককে সাইড দিতে গেলে যশোর-ট-১১-৪৬৭৭ ট্রাকটি দেলোয়ার মাষ্টারের পুকুরে পড়ে যায়। চাউল উদ্ধার করে নসিমন করে আশাশুনিতে নেয়ার চেষ্টা করছে। ট্রাকটি পুকুর থেকে উঠানো সম্ভব হয়নি।

আনন্দবাজার/শাহী/ইমদাদ

সংবাদটি শেয়ার করুন