ঢাকা | বুধবার
২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে লবলং নদীর দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় এর সার্বিক সহযোগিতায় গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা ভবানীপুর এলাকায় বুধবার ১৯ আগষ্ট পরিবেশ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় । গাজীপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার এর নেতৃত্বে দেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, সিনার্জি ফ্যাশনস লি নামক কারখানাকে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ছাড়া উৎপাদন কার্যক্রমের মাধ্যমে দূষিত তরল বর্জ্য নির্গমন করে লবলং নদী দূষণ করায় কারখানাটিতে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য পূর্বক তা আদায় করা হয় এবং দ্রুত ইটিপি নির্মাণ করে ফ্যাক্টরি চালু করার নির্দেশ প্রদান করা হয়।

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ মমিন ভূঞা, পরিদর্শক জনাব শেখ মোজাহীদ এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন গাজীপুর আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।

লবলং নদী সহ গাজীপুর জেলার সকল নদ নদী দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের এ অভিযান অব্যাহত থাকবে।

আনন্দবাজার/শাহী/মিলন

সংবাদটি শেয়ার করুন