ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই বছরের চুক্তিতে বার্সেলোনার কোচ কোম্যান

কিকে সেতিয়েন ছাঁটাই কারার পর রোনাল্ড কোম্যানকে দুই বছরের জন্য কোচের পদে নিয়োগ দিয়েছে বার্সেলোনা। একইসঙ্গে লিওনেল মেসিকে সাফল্যের স্তম্ভ উল্লেখ করে তাকে ধরে রাখার ব্যাপারে আশা প্রকাশ করেছেন কাতালান ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ।

চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার খেসারত দিয়ে মঙ্গলবার বরখাস্ত হয়েছেন সেতিয়েন ও স্পোর্টস ডিরেক্টর এরিক আবিদাল। আজ বুধবার কোচ করা হয়েছে নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেয়া ৫৭ বছর বয়সী কোম্যানকে।

বার্সার এককালের খেলোয়াড় কোম্যানকে কোচ করার ঘোষণা দেয়ার পাশাপাশি তার ঘোষিত বড় পরিকল্পনার কথাও জানিয়েছেন বার্তেমেউ। বার্সা টিভিকে সাক্ষাৎকারে সভাপতি বার্তেমেউ বলেছেন, কোম্যানের পরিকল্পনায় মেসিই থাকবেন মূল তারকা। সাফল্যের সমস্ত সিদ্ধান্তই হবে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ঘিরে। বার্তেমেউয়ের আশাবাদ করছেন ২০২১ সালের আগে কোথাও যাবেন না মেসি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন