ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘরোয়া উপায়ে কানে ব্যথার সমাধান

বিভিন্ন কারণে কানে ব্যথা হয়ে থাকে। তবে প্রাথমিক অবস্থায় এটি অবহেলা না করে সঠিক চিকিৎসা নেয়া ভাল। ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকের কারণে মাঝে মাঝে কানে ব্যথা হয়ে থাকে। এছাড়াও অ্যালার্জির কারণেও হতে পারে এমনটা। তবে কিছু উপাদান ব্যবহার করে ঘরোয়া উপায়ে কানে ব্যথা থেকে মুক্তি পেতে পারেন।

জেনে নিন উপায়গুলো-

রসুন: রসুনে ব্যাকটেরিরোধী বৈশিষ্ট্য আছে। আর এতে থাকা অ্যান্টিবায়োটিক উপাদান আপনার কানে ব্যথা দূর করতে সহায়তা করে থাকে। এজন্য কিছু রসুন কুচি করে তেলের সঙ্গে মিশিয়ে নিন। এরপর চুলায় দিয়ে রসুন বাদামি না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এই তেল হালকা গরম থাকতে দুই ড্রপ করে কানে দিন। এভাবে দিনে দুই থেকে তিনবার দিলেই আপনার কানের ব্যথা কমে যাবে।

আদা: কানের ব্যথা কমাতে আদা দুর্দান্ত করে থাকে। কানের ছিদ্রের চারপাশে আদার রস দিন। এভাবে কয়েকবার লাগাতে হবে। এতে করে খুব দ্রুতই মুক্তি পাবেন কানে ব্যথা থেকে।

আপেল সিডার ভিনেগার: একটি তুলার বলে আপেল সিডার ভিনেগার লাগিয়ে নিয়ে এটি আপনার কানের ছিদ্রে চেপে ধরুন। এভাবে বেশ কয়েকবার করতে হবে আপনাকে।

জলপাইয়ের তেল: দিনে দুই তিন বার দুই ফোঁটা করে জলপাইয়ের তেল দিন কানে। সামান্য গরম করে দিলে বেশি ভালো। এতে আপনার কানের ব্যথার সঙ্গে ব্যাকটেরিয়াও দূর হবে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন