ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘দেশে বৈদেশিক বিনিয়োগ পরিবেশ অনুকূল’

বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের পরিবেশ অত্যন্ত অনুকূল ও লাভজনক বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ| মঙ্গলবার জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের সঙ্গে বিনিয়োগ নিয়ে এক ভার্চুয়াল আলোচনাসভায় প্রতিমন্ত্রী এসব কথা জানান।

বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাংলাদেশ ক্রমবর্ধমান অর্থনীতির দেশ। এ দেশের অর্থনীতির আকার দিনে দিনে বড় হচ্ছে। জাপান আমাদের পরীক্ষিত বন্ধু। এ ধরনের বিনিয়োগ আমাদের বন্ধনকে আরো সুদৃঢ় করবে।

সমঝোতা স্বাক্ষরের বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরের শেষদিকে সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন, এলএনজি টার্মিনাল, এলপিজি টার্মিনাল, গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ উৎপাদন, গ্যাস মিটার, নবায়নযোগ্য জ্বালানি, জলবিদ্যুৎ, জ্বালানি দক্ষতা, পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান প্রভৃতি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

ভার্চুয়াল আলোচনাসভায় যুক্ত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, একই বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম ফজলুল হক।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন