শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরির তদন্ত কমিটি থেকে নজরুল ইসলামকে অব্যাহতি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর কেন্দ্রীয় লাইব্রেরী থেকে কম্পিউটার চুরির ঘটনায় গঠিত ৭ জনের তদন্ত কমিটি থেকে সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে চুরির ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সাধারন শিক্ষার্থীরা একটি মানববন্ধন করে ৷ এসময় তদন্ত কমিটি থাকা সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলামের বিরুদ্ধে চুরির ঘটনার সাথে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ তোলে অবস্থানরত শিক্ষার্থীরা।

ঠিক এক পরপরই, ১৮ আগস্ট (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত স্মারকে তদন্ত কমিটির কার্যক্রম সকল প্রশ্নের উর্ধ্বে রাখতে ৬ সদস্যের মতামতের ভিত্তিতে তদন্ত কমিটিতে থাকা সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলামকে অব্যাহতি দেবার সিদ্ধান্ত জানানো হয়।

এব্যাপারে নজরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি ৷

উল্লেখ্য, ববশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরী থেকে চুরি হয় ৪৯টি কম্পিউটারের মধ্যে ৩৪ টি কম্পিউটার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ক্রিস্টাল আবাসিক হোটেল থেকে উদ্ধার করে বনানী থানা পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আনন্দবাজার/ এইচ এস কে/ এম এ টি জে

আরও পড়ুনঃ  হাবিপ্রবি'তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সংবাদটি শেয়ার করুন