ঢাকা | বুধবার
২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ধুনটে বিশ্ব আলোকচিত্র দিবস পালিত

সম্প্রতি বগুড়ার ধুনট ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে বিশ্ব আলোকচিত্র দিবসের র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯-০৮-২০২০ ) সকাল ১১টায় র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতেই সদ্য প্রয়াত দেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানমের স্মরণে দাঁড়িয়ে নিরবতা কর্মসূচী পালন করা হয়। পরে ধুনট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি আমিনুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে অনষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির আজীবন সদস্য সিনিয়র ফটো সাংবাদিক জাহিদ হাসান, দৈনিক প্রথম আলো’র ধুনট প্রতিনিধি সাংবাদিক মাসুদ রানা এবং সিনিয়র স্পোর্টস রিপোর্টার জাফিউল ইসলাম বাবু।

অনুষ্ঠানে ধুনট ফটোগ্রাফিক সোসাইটির প্রধান সমন্বয়ক এসএম আরিফুল আমিন প্লাবন, সহসভাপতি আব্দুল্লাহ আল কাওসার, যুগ্ম সম্পাদক নিত্যানন্দশীল, সিনিয়র মডারেটর সাগর মাহমুদ, জুনিয়র মডারেটর আব্দুল্লাহ আল হুজাইফা, নিয়ামুল হাসান রাফি, ফয়সাল আহমেদ রিয়াদ, সদস্য আরেফিন বিল্লাহ বাদল, কারিমুল হাসান লিখন, ইমরুল কায়েস, সবিনয় তারেক শান্ত, শাহরিয়ার সুমন, জিল্লুর রহমান, শিশির মন্ডল, তারিকুল ইসলাম জয়, আশিক আহমেদ, রনি চক্রবর্তি, আরিফ ইসলাম ও ক্ষু‌দে আ‌লোক‌চিত্রী রা‌মিশা আনজুম অ‌র্থি উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/এইচ এস কে/ এ ই এস

সংবাদটি শেয়ার করুন