আফ্রিকার দেশ মালিতে সেনা অভ্যুত্থানের পর দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা পদত্যাগ করেছেন। সেই সাথে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তিনি বলেন, আমি ক্ষমতায় টিকে থাকতে রক্তপাত চাই না।
আজ বুধবার সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এই ঘোষণা দেন কেইতা।
এ সময় তিনি বলেন, সেনাবাহিনীর একটি নির্দিষ্ট অংশ যদি নিজেদের হস্তক্ষেপের মাধ্যমে সরকারের ইতি ঘটাতে চায়, আমার সামনে কি পদত্যাগ ছাড়া আর কোনও বিকল্প আছে?
জানা যায়, প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা এবং প্রধানমন্ত্রী বোউবোউ সিসেকে ওই ভাষনের আগে আটক করার ঘোষণাও দেয়া হয়েছিল। তাদের আটকের পর বিদ্রোহী সেনারা রাজধানী বামাকোর একটি সামরিক ক্যাম্পে নিয়ে গেছে বলে জানা গেছে।
এর আগে গত মঙ্গলবার সকালে দেশটির রাজধানী বামাকোতে সেনাবাহিনীর সদর দফতরে গুলি ছুঁড়ে অভ্যুত্থানের ঘোষণা দেয় জুনিয়র কিছু কর্মকর্তা। অভ্যুত্থান শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্রোহী জুনিয়ররা ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তাকেও আটক করেন বলে জানা যায়।
বিবিসির খবরে বলা হয়, দেশটির বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনারা, মাঝে মাঝেই গুলি ছোঁড়া হচ্ছে।
জানা গেছে, বেতন-ভাতা নিয়ে অসন্তোষ এবং জিহাদিদের সঙ্গে অব্যাহত লড়াই নিয়ে ক্ষোভ রয়েছে সেনাদের মধ্যে। এছাড়া সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের ওপর সন্তুষ্ট নন অনেকেই।
আনন্দবাজার/টি এস পি