ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লিঁওকে নিয়ে দুশ্চিন্তা বায়ার্ন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আগামীকাল সেমি-ফাইনালে জায়ান্ট কিলার লিঁওর বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। এ ম্যাচেও বার্সেলোনার ন্যায় আধিপত্য বিস্তার করতে চায় শিরোপা প্রত্যাশী বেভারিয়ানরা।

তবে সাবেক ক্লাবকে নিয়ে বায়ার্নকে সতর্ক করে দিয়েছেন মিডফিল্ডার তোলিসো। ২০১৭ সালে লিঁও ছেড়ে বায়ার্নে যোগ দেয়া এই মিডফিল্ডার জানান, জার্মানদের দৃষ্টিকোন থেকে লিঁও হচ্ছে একটি অখ্যাত দল। কিন্তু ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে আমরা সবাই দেখেছি ক্লাবটি কতটা পারদর্শীতার সাথে খেলেছে।

এ জন্য আমরা কখনো তাদের হাল্কাভাবে নিতে চাইবো না। যখন কোনো বড় খেলা হয়, তখন ভোল্ট পাল্টে ফেলে লিঁও। আকষ্মিকভাবে ভাগ্যের সহায়তা নিয়ে কোনো দল সেমি-ফাইনালে পৌঁছায় না।

তবে লিঁওর বিপক্ষে কোনো কিছুরই নিশ্চয়তা দেয়া যাচ্ছে না। নিজেদের সবশেষ ২০ ম্যাচে জয়লাভ করার পরও বোয়াটেং বলেন, পরের ম্যাচটি সবসময়ই কঠিন হয়ে থাকে। এখন বার্সেলোনার বিপক্ষে বিশাল জয়টিও কিছু না।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন