ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য ভুল প্রেসিডেন্ট : মিশেল ওবামা

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভুল প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা। গতকাল সোমবার ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কনভেনশনের প্রথম দিনে রিপাবলিকান নেতা ট্রাম্পের কঠোর সমালোচনা করেন তিনি।

মিশেল ওবামার অভিযোগ, ট্রাম্প দীর্ঘদিন ধরে করোনাভাইরাসকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কারণে দেশের অর্থনীতি আজ হুমকির মুখে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন এসব তথ্য জানানো হয়েছে।

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে গতকাল সোমবার থেকে ডেমোক্র্যাটিক পার্টির চার দিনব্যাপী ভার্চুয়াল জাতীয় কনভেনশন শুরু হয়েছে। এই কনভেনশনের প্রথম দিনেই বক্তব্য রেখেছেন মিশেল ওবামা।

বক্তব্যে মিশেল বলেন, একটি ভাইরাসের কারণে আমাদের অর্থনীতি টেনে টেনে চলছে। আর এই প্রেসিডেন্ট সেই ভাইরাসকে দীর্ঘসময় ধরে অবজ্ঞা করে গেছেন।

তিনি আরও বলেন, আমরা হোয়াইট হাউজে কিছু নেতৃত্ব, সান্ত্বনা বা স্থিরতার প্রতীক দেখতে চাই। কিন্তু আমরা এর পরিবর্তে দেখছি বিশৃঙ্খলা, বিভক্তি এবং চরমভাবে সমান অনুভূতির অভাব। আমি পরিষ্কারভাবে বলছি, ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের জন্য ভুল প্রেসিডেন্ট।

গত চার বছর যেভাবে পার হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার প্রকৃত রূপ কেমন তা এখনকার শিশুদের বোঝানো কঠিন হয়ে যাবে বলে মনে করেন তিনি। তিনি বলেন, তারা (শিশুরা) দেখেছে আমাদের নেতারা শ্বেতাঙ্গ আধিপত্যের মশাল শক্ত হাতে ধরে রেখে অসহায় নাগরিকদের দেশের শত্রু আখ্যা দিচ্ছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন