শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কানাডার অর্থমন্ত্রীর পদত্যাগ

পদত্যাগ করলেন কানাডার অর্থমন্ত্রী বিল মোর্নিয়াও। গতকাল সোমবার তিনি পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে। এর আগে মোর্নিয়াও এক বিবৃতিতে জানিয়েছিলেন, শিগরিই দেশটির অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন তিনি।
জানা গেছে, সম্প্রতি মোর্নিয়াওর বিরুদ্ধে দেশটির উই চ্যারিটিতে ভ্রমণ ব্যয় পরিশোধ করেননি বলে অভিযোগ উঠেছে। এই সংস্থার কাজ দেখতে বিদেশে সফরের সময় যে ব্যয় হয়েছিল তা পরিশোধ না করার কারণে চাপে ছিলেন তিনি।
এ ব্যাপারে অর্থমন্ত্রী জানান, তিনি সম্প্রতি অনুধাবন করতে পেরেছেন, তিনি ৪১ হাজার ডলার পরিশোধ করেননি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার পরিবারও উই চ্যারিটিতে নিজেদের সম্পৃক্ততার কারণে চাপের মুখে রয়েছেন।
তিনি আরও বলেন, ট্রুডোর মন্ত্রিসভায় তার পদে দায়িত্ব পালনের জন্য তিনি আর উপযুক্ত নন। তিনি বলেন, উই চ্যারিটির সঙ্গে যা হয়েছে সে অভিযোগের কারণে তিনি পদত্যাগ করছেন না।
মোর্নিয়াও বলেন, আমি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাত করেছি। আমি তাকে জানিয়েছি যে, আগামী নির্বাচনে আমার পুনরায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই।
আনন্দবাজার/টি এস পি
আরও পড়ুনঃ  ‘বিদেশ নামক সোনার হরিণের পেছনে ছুটবেন না’

সংবাদটি শেয়ার করুন