সবচেয়ে বড় রেইনফরেস্ট অ্যামাজনে ফের আগুন ছড়িয়ে পড়েছে। পৃথিবীর ফুসফুস হিসেবে খ্যাত এই অ্যামাজন বিশ্বের জলবায়ু পরিবর্তনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বনটিতে আগস্টের শুরুতে ১০ হাজারের বেশি জায়গায় জ্বলতে দেখা গেছে বলে জানায় ডেইলি মেইল।
এই অরণ্যে আগুন বিশ্বের জন্য বড়ধরনের হুমকি বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, চলতি বছর শুষ্ক মৌসুম দীর্ঘ সময় অবস্থান করবে। ফলে গত বছরের চেয়েও আগুনের ভয়াবহতা বেশি হবে।
ডয়েচে ভেলে অনলাইন জানিয়েছেন, আন্তর্জাতিক মহলের দাবি ছাড়াও খোদ ব্রাজিল প্রশাসনই আমাজনের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ইতোমধ্যে স্বীকার করেছে। তবে দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনেরোর ভাষ্য মতে, ট্রপিকেল রেইন ফরেস্টে আগুন ধরে নেই। আমাজন জ্বলছে এই কথাটা পুরোপুরি ভাবে মিথ্যা কথা।
বিশেষজ্ঞরা বলছেন, আগুনের প্রকৃতি দেখে বোঝা যাচ্ছে। এটা কোন স্বাভাবিক আগুন নয়, এর মানে প্রকৃতির সৃষ্ট নয়। অবৈধভাবে জমি দখল, কৃষিকাজ, জমি পরিষ্কারের জন্য বনে ইচ্ছেকৃত ভাবে আগুন লাগিয়েছে মানুষ।
আনন্দবাজার/এম.কে