বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসের কারণে অন্যান্য দেশের মত বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও বিরাজ করছে নিস্তব্ধতা। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি বাংলাদেশ দল। ম্যাচতো দূরের কথা, ঠিকমতো অনুশীলনই করতে পারেননি টাইগারারা। প্রায় পাঁচ মাস পর সম্প্রতি অনুশীলন নেমেছে ক্রিকেটাররা।
আর এই সময়টায় মানসিক চাপে ছিলেন বলে জানিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। আজ সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের মতো ব্যক্তিগত অনুশীলন করেছে তামিম। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এই ওপেনার।
তামিম বলেন, আসলে এই তিন-চার মাস সময়টা কাঁটানো অনেক কঠিন ছিল। হয়তো আমরা বাসায় পরিবারের সঙ্গে ছিলাম, তবে মানসিক একটা চাপের মধ্য দিয়ে দিনগুলো পার করেছি। এসময় বাসা থেকে কেউ বের হতে পারছিলাম না। এই চার মাস স্বাস্থ্য ইস্যুতেও পরিবারের সদস্যরা অনেক চিন্তিত ছিল।
তামিম আরও বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা মানসিকভাবে ভালো অবস্থায় এসে যাই। কারণ সামনে আমাদের একটা বড় সফর আসছে। আমি বিশ্বাস করি যে আমাদের ভালো সুযোগ রয়েছে।
আনন্দবাজার/এম.কে