ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচ মাস পর ফের করোনায় আক্রান্ত ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেরে ওঠার পাঁচ মাস পর আবারও এ ভাইরাস আক্রান্ত হয়েছেন ফিলিপাইন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এদুয়ার্দো আনোর দেহে।

এদুয়ার্দো জানান, গত সপ্তাহ থেকেই ঠান্ডায় ভুগছিলেন তিনি। শনিবার নমুনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে।

এর আগে গত মার্চ মাসে প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে তখন কোনো ধরনের লক্ষণ দেখা যায়নি।

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়া প্রসঙ্গে গবেষকরা জানিয়েছেন, যেসব রোগী করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন, কয়েক মাস বা কয়েক সপ্তাহের মধ্যে তাদের ইমিউনিটি হারিয়ে যেতে পারে।

করোনাভাইরাস/টি এস পি

সংবাদটি শেয়ার করুন