ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে পালিত হলো জাতীয় শোক দিবস

পঞ্চগড় জেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

শনিবার  সকালে পঞ্চগড় জেলার প্রশাসন কর্তৃক পঞ্চগড় সার্কিট হাউজ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা পরিষদের কর্তৃক আয়োজনে শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা সভা হয়।

এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক জনাবা সাবিনা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাদ জাহানসহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদের সদস্যবৃন্দ এবং জেলা আওয়ামীলীগের সকল অঙ্গ- সংগঠনের নেতৃবৃন্দ।

পরে ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারসহ সকল শহিদের ও জাতির জন্য মোনাজাত করা হয়। যাতে তাদের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। ১৫ আগস্টের স্বপরিবারে হত্যা করা হয়ে আমাদের সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ তার পরিবারের সকলকে।

আনন্দবাজার/শাহী/শহীদুল

সংবাদটি শেয়ার করুন