পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা, আওয়ামীলীগ, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাইকগাছা প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম, আইনজীবী সমিতি, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ষোলআনা ব্যবসায়ী সমিতি, সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু , স্বাধীনতা ও একুশে ম এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় শোকদিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধুর মুরালে বিনম্র শ্রদ্ধা জানান ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী,সহকারী কমিশনার ( ভুমি)মুহাঃ আরাফাতুল আলম,উপজেলা ভাইচ চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু,ও পিআইও ইমরুল কায়েস সহ সরকারী কর্মকর্তাবৃন্ধ।
অপরদিকে, বাংলাদেশ আওয়ামীলীগ পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে।পাইকগাছা দলীয় কার্যালয়ে সকালে জাতির জনক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালন হয়েছে। উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি মোঃআনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে।
আলোচনা সভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন।সাবেক জাতীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব আলী সানা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর,পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন। সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রশিদুজ্জামান মোড়ল, যুগ্মসাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, বক্তব্য রাখেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, শিহাব উদ্দিন ফিরোজ বুলু, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, বিজন বিহারী সরকার, দীপক মন্ডল জিএম ইকরামুল ইসলাম,পান্না সানা কওসার আলী জোয়ারদার, হিমেশ চন্দ্র মন্ডল প্রভাষক মইনুল ইসলাম আওয়ামী লীগ নেতা শেখ রাশিদুল ইসলাম, শেখ আনিসুর রহমান মুক্ত শেখ শহীদ হোসেন বাবুল, এস এম রেজাউল হকসহ দলীয় নেতৃবৃন্দ।
অনুরুপ ভাবে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
আনন্দবাজার/শাহী/ইমদাদ