জয়পুরহাটের পাঁচবিবিতে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসুচির মাধ্যমে পালন করা হয়। আজ শনিবার পাঁচবিবি কেন্দ্রীয় স্মৃতিসৌধ্য থেকে এক বিশাল র্যালী শহর প্রদক্ষিণ করে স্মৃতিসৌধ্য চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক মন্ডল, পৌর মেয়ার এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আলহাজ্ব মিছির উদ্দিন মন্ডল প্রমুখ। পরে জাতীয় শোক দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ এবং তার অঙ্গসংগঠন পৃথক ভাবে বিভিন্ন কর্মসুচি পালন করে।
আনন্দবাজার/এইচ এস কে/ এম বি এইচ




