ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বশেমুরবিপ্রবির চুরি হওয়া ৩৪ টি কম্পিউটার উদ্ধার বনানী থেকে

সম্প্রতি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একুশে ফ্রেবুয়ারি লাইব্রেরি ভবন থেকে চুরি হওয়া ৪৯ টি কম্পিউটার এর মধ্যে ৩৪টি ঢাকার মহাখালী এলাকার ক্রিস্টাল আবাসিক হোটেলে অভিজান চালিয়ে থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তে হোলেটের ৩ মালিক পলাশ শরীফ, মিলন এবং দুলালের মধ্যে একজন সহ মোট ২ জনকে আটক করেছে বনানী থানা পুলিশ।

আটককৃত হোটেলের মালিক দুলাল জানিয়েছে, পলাশ শরীরফের কাছ থেকে নিলামে তিনি এই কম্পিউটার কিনে হোটেলে রাখেন। ঘটনার সূত্রে জানা গেছে, পলাশ শরীফ গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান লাচ্চু শরীফের ভাই।

অভিযান শেষে এই ব্যাপারে বনানী থানার এসআই শাহীন আলম জানান, চুরি হয়ে যাওয়া কম্পিউটার হোটেলের ৪০৪ নম্বর রুমে আছে বলে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। এবং সেখানে ইউনিভার্সিটির চুরি হয়ে যাওয়া ৩৪ টি কম্পিউটার আমি পাই। অলরেডি এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে গোপালগঞ্জ সদর থানায়।

এই ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, দুর্ভাগ্যবশত আমরা সিসি টিভির ফুটেজ পাচ্ছি না, আমাদের স্টোরেজ ক্যাপাসিটি সীমাবদ্ধতার কারণে এবং চুরির ব্যাপারটি আমরা একটু দেরিতে জানতে পেরেছি। ইতিপূর্বে কয়েকবার এরকম ঘটনা ঘটেছে। সেখানে আমরা তদন্ত কমিটি করেছিলাম। তদন্ত কমিটি কিছু রিপোর্ট দিয়েছে, থানায় মামলাও করা হয়েছে। কিন্তু চোর সনাক্তকরণ বা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় কাউকে আনা যায়নি।

উল্লেখ্য এর আগে আরও তিন বার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার একইভাবে চুরি হয়েছে। ২০১৭ সালে ৫০টি, ২০১৮ সালে ৪৭টি এবং ২০১৭ সালের আগেও ম্যানেজমেন্ট বিভাগের বেশ কিছু কম্পিউটার চুরির অঅভিযোগ পাওয়া গেলেও এখন পর্যন্ত কারও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়নি।

আনন্দবাজার/এইচ এস কে/ আ তি জে

সংবাদটি শেয়ার করুন