পবিত্র কোরআনের হাফেজদের নিয়ে কটুক্তি করায় ও এতে অনুপ্রেরণা সৃষ্টি করার কাজে জড়িত থাকার দায়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জয় মনি সরকার (২৮), সোহাগ সরকার (১৮), নিউটন সরকার (২০),নারায়ণ সরকার (২২) এবং এই কটুক্তির ভিডিওটি বিভিন্নভাবে ভাইরাল করার কারণে একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের নজির হোসেন (২৪)সহ পাঁচজনকে বুধবার গভীর রাতে বংশীকুণ্ডা বাজার থেকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই পাঁচজনের বিরুদ্ধে মধ্যনগর থানায় একটি মামলা হয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, গত ২৪মার্চ এই কোরআনের হাফেজদের নিয়ে উপজেলার বাসাউড়া গ্রামের জয় মনি সরকার কটুক্তি করেন। আর এই কাজ করার জন্য অনুগ্রেরনা যোগান একই গ্রামের সোহাগ সরকার,নিউটন সরকার,নারায়ণ সরকার, এবং এটির ভিডিওটি ভাইরাল করার দায়ে একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের নজির হোসেনকে বুধবার রাতে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তাঁরা এ ঘটনায় জড়িত রয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় ও ধারনকৃত ভিডিওটি বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়ায় পাঁচজনকে আসামি করে আজ ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদে ওই পাঁচজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ওই পাঁচজন আসামিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে আদালতে পাঠানো হয়েছে
আনন্দবাজার/শাহী/মোবারক