ঢাকা | শুক্রবার
১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে লাইবেরিয়ান জাহাজ আটক করেছে ইরান

চলমান ওয়াশিংটন-তেহরান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালির নিকট লাইবেরিয়ান একটি তেলের ট্যাংকার আটক করেছে ইরান। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই দাবি জানিয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, মার্কিন সেনার কেন্দ্রীয় কমান্ড একটি সাদা-কালো ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায় একটি বিশেষ বাহিনী হেলিকপ্টারের মাধ্যমে এমভি উইলা নামের একটা জাহাজে ওঠে। এরপর ওই জাহাজের সবশেষ উপস্থিতি মিলেছে আরব আমিরাতের পশ্চিম উপকূলের খরফাক্কান শহরের।

এ ঘটনার পর মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা তাদের সামরিক কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে কথা বলেছেন। তবে এ বিষয়টি এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি। গতকাল বুধবার ইরান নৌবাহিনী জাহাজটি ছেড়ে দেওয়ার আগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আটক রেখেছিল। উইলা জাহাজটি দখলের সময়, আগে ও পরে ইরান কোনো বিপদের সংকেত দেয়নি বলে জানান এই কর্মকর্তা।

এদিকে, ইরানি সংবাদমাধ্যম ও দেশটির কর্তৃপক্ষ এটি আটকের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বা আটকের বিষয়টি এখনও স্বীকার করেনি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন