ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাঙামাটি পিসিআর ল্যাবে প্রথম পরীক্ষায় ৮ জন করোনা পজিটিভ

রাঙামাটি পিসিআর ল্যাবে করোনা ভাইরাসের পরীক্ষা শুরু হয়েছে বুধবার (১২-০৮-২০২০) থেকে। ল্যাবে প্রথম দিনে জেলার নানা উপজেলা থেকে ৩৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। সন্ধ্যায় রিপোর্ট প্রকাশ করা হয়, যার মধ্যে ৮জনের করোনা পজিটিভ আসে।

এই ব্যাপারে রাঙামাটি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার এবং করোনা সেলের ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল বলেন,আজকে থেকে পুরোদমে পি সি আর ল্যাবের পরীক্ষা শুরু হয়েছে। সারাদিনের সকল প্রস্তুতি শেষে দিনের রেজাল্ট দিনেই দেওয়ার কথা রেখেছি,জেলা সদর সহ বিভিন্ন উপজেলার ৩৪ টি নমুনা পরীক্ষা করা হয় আজকে। তার মধ্যে সদর উপজেলার ৬ টি এবং কাপ্তাই উপজেলার ২ টি মোট ৮ টি নমুনা করোনা পজিটিভ আসে।

সকলের সহোযোগিতায় পুরোপুরি সেবা এবং দিনের রিপোর্ট দিনে দওয়ার চেষ্টা চালিয়ে যাবো আমরা পুরো টিম। নতুন ৮ জন সহ জেলায় মোট করোনা আক্রান্ত ৭২২জন, সুস্থ হয়েছেন ৬২৮ জন এই পর্যন্ত মারা গেছেন ১০জন।

উল্লেখ : গত ৬ আগষ্ট রাঙামাটি পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়।

আনন্দবাজার/এইচ এস কে/ এম ডি

সংবাদটি শেয়ার করুন