ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেলারুশে নির্বাচনে কারচুপির বিক্ষোভে পুলিশের গুলি

বেলারুশের জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগকে ঘিরে তীব্র বিক্ষোভ চলছে। যা ধীরে ধীরে সহিংস হয়ে উঠছে। আজ বুধবার পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে বলে স্বীকার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দক্ষিণাঞ্চলীয় শহর ব্রেস্টে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভকারীরা লোহার রড দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশকে গুলি চালাতে হয়। রবিবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট লুকাশেংকো নিজেকে পুননির্বাচিত ঘোষণা করেন। এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু ছিল না বলে দাবি করেছ ইইউ।

এদিকে দেশটির সরকারি টেলিভিশনে কাজ করেন এমন দুই সংবাদ উপস্থাপক পদত্যাগ করেছেন। তবে এদের একজনপদত্যাগের কারণ বলেননি। অপরজন বলেছেন, টেলিভিশনের পর্দায় হাসিমুখ নিয়ে  হাজির হতে পারছি না। তিনি আরো বলেন, আমি মোটেই ভীত নন। টানা তৃতীয় দিনের বিক্ষোভে গত রাতে আরও এক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন