ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইইউ: দক্ষিণ এশিয়ায় বন্যার্তদের সহায়তায় ১.৬৫ মিলিয়ন ইউরো

সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রায় কয়েক মিলিয়ন মানুষ। ফলে বাংলাদেশ, ভারত ও নেপালের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১৬ লাখ ৫০ হাজার ইউরো সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায় ইইউ।

ওই বিবৃতিতে বলা হয়, দক্ষিণ এশিয়ায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশগুলোকে মানবিক সহায়তা দিচ্ছে ইইউ। চলতি বছরের শুরুতেও ভারত ও বাংলাদেশে ঘূর্ণিঝড় আম্পানসহ একাধিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ১ দশমিক ৮ মিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে ইইউ। এ নিয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোকে মোট ৩ দশমিক ৪৫ মিলিয়ন ইউরো দিলো ইইউ।

ইইউ তার বিবৃতিতে জানায়, জরুরি মানবিক প্রয়োজনে মোট তহবিলের মধ্য থেকে ১ মিলিয়ন ইউরো বাংলাদেশকে দেয়া হবে। কারণ বাংলাদেশের ২০ লাখেরও বেশি মানুষের স্বাস্থ্যবিধি ও জরুরি আশ্রয়ের জন্য পানি স্যানিটেশনসহ খাদ্য সহায়তা প্রয়োজন। এছাড়া দেশটির প্রায় ৮ লাখ ৫০ হাজার মানুষ বাস্তচ্যুত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, খাদ্য ও জীবিকা সহায়তা, জরুরি ত্রাণ সরবরাহ এবং মানুষের জন্য জল ও স্যানিটেশন সরবরাহ করতে ভারতকে ৫ লাখ ইউরো দেয়া হবে। এছাড়া নেপালকে দেয়া হবে দেড় লাখ ইউরো।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন