ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে আবারও প্রাণহানি বাড়ছে

একদিনে যুক্তরাষ্ট্রে ১,৪০৪ এবং ব্রাজিলে ১,২৪২ জনের মৃত্যু।

সম্প্রতি আবারও করোনায় যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে প্রাণহানি বেড়েছে। গতকাল মঙ্গলবার করোনায় যুক্তরাষ্ট্রে ১ হাজার ৪শ ৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে প্রায় ৫৩ হাজার মানুষ। এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে। এবং মোট শনাক্ত প্রায় ৫৩ লাখ।

অপরদিকে করোনায় ব্রাজিলে একদিনে ১ হাজার ২শ ৪২ জন প্রাণ হারিয়েছেন। আর শনাক্ত হয়েছেন ৫৪ হাজারের বেশি জন। করোনা শনাক্তের দিক দিয়ে এখনও শীর্ষে আছে ভারত। দেশটিতে একদিনে ৬১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এবং প্রাণ হারিয়েছেন ৮শ ৩৫ জন।

জানা গেছে, নিউজিল্যান্ডে আবার সংক্রমণ বেড়ে যাওয়া কারণে অকল্যান্ডে লকডাউন জারি করা হয়েছে।

সারা বিশ্বজুড়ে করোনায় একদিনে মৃত্যু ৬ হাজার ছাড়িয়েছে, শনাক্ত আড়াই লাখের বেশি মানুষ। মোট মৃতের সংখ্যা ৭ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত ২ কোটি ৫ লাখের বেশি মানুষ। সুস্থ হয়েছেন ১ কোটি ৩৪ লাখের বেশি।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন